BRAKING NEWS

হাইলাকান্দিতে বন্যার জলে পড়ে মৃত্যু ব্যক্তির, ভাসছে শিরিসপুরের বহু বসতবাড়ি, স্কুল, পুলিশ ফাঁড়ি

হাইলাকান্দি (অসম), ১৮ জুন (হি.স.) : হাইলাকান্দিতে বন্যার জলে পড়ে জনৈক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিকে জনৈক নিতাই শব্দকর বলে পরিচয় পাওয়া গেছে। ঘটনা হাইলাকান্দি জেলার অন্তর্গত শিরিসপুরের মোহনটিলা গ্রামে সংঘটিত হয়েছে।

সপ্তাখানেক ধরে গোটা অসমের সঙ্গে হাইলাকান্দি জেলায়ও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। ফলে বিভিন্ন এলাকা বন্যার জলে ভাসছে। জেলার সরসপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চল বন্যার কবলে পড়েছে। বসতবাড়ির পাশাপাশি বহু বিদ্যালয় এবং পুলিশ ফাঁড়ি ভাসছে বন্যার জলে।
সরসপুর ক্লাস্টারের অধীনে প্ৰায় ১৩টি বিদ্যালয় রয়েছে। তার মধ্যে আটটি বিদ্যালয়ে যাওয়ার পথ জলের তলায় চলে যাওয়ায় শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা যেতে পারছে না। ফলে ওই সব বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। এদিকে তিনটি বিদ্যালয়ে পাঠদান চললেও দুটি বিদ্যালয়ে ত্রাণ শিবির খোলা হয়েছে।

আশিয়ালি বিলের জলে ডুবে গেছে বিস্তীর্ণ অঞ্চল। শনবিল এবং হাইলাকান্দি জেলার একমাত্ৰ পূর্ত সড়কও জলমগ্ন। ফলে হাইলাকান্দি জেলার সঙ্গে শনবিল এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অন্যদিকে হাইলাকান্দির শিরিসপুর পুলিশ ফাঁড়িও জলের ওপর ভাসছে। তাই একটি ক্লাবঘরে অস্হায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *