কৃষক, মহিলা, যুবসমাজ ও দরিদ্ররাই বিকশিত ভারতের শক্তিশালী স্তম্ভ : প্রধানমন্ত্রী


বারাণসী, ১৮ জুন (হি.স.): কৃষক, মহিলা, যুবসমাজ ও দরিদ্রদেরই বিকশিত ভারতের শক্তিশালী স্তম্ভ হিসেবে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে পিএম কিষাণ সম্মান সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি কৃষক, মহিলা, যুবসমাজ এবং দরিদ্রদের বিকশিত ভারতের শক্তিশালী স্তম্ভ হিসাবে বিবেচনা করি। সরকার গঠনের সাথে সাথেই আমাদের প্রথম সিদ্ধান্ত ছিল কৃষক ও দরিদ্রদের নিয়ে। দরিদ্র পরিবারের জন্য ৩ কোটিরও বেশি বাড়ি তৈরি বা সারা দেশে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের প্রসারিত করার মতো সিদ্ধান্তগুলি দেশের অনেক মানুষকে সাহায্য করবে।”

প্রধানমন্ত্রী মোদী এদিন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সপ্তদশ কিস্তির অর্থ সুবিধাভোগীদের হস্তান্তর করেন। এই সম্মেলনের শুরুতেই মোদী বলেন, “বাবা বিশ্বনাথ ও মা গঙ্গার আশীর্বাদে এবং কাশীবাসীর অফুরন্ত ভালোবাসায় আমি তৃতীয়বারের মতো দেশের প্রধান সেবক হওয়ার সৌভাগ্য পেয়েছি। কাশীর জনগণ আমাকে টানা তৃতীয়বারের মতো নিজেদের প্রতিনিধি নির্বাচিত করে আশীর্বাদ করেছে। এখন মনে হচ্ছে মা গঙ্গাও আমাকে নিজের কোলে বসিয়েছেন, আমি এখানকার হয়ে উঠেছি।”
মোদী বলেন, “কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২০ হাজার কোটি টাকা সারা দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছেছে। ৩ কোটি বোনকে কোটিপতি বানানোর পথে আজ বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি সখী হিসাবে বোনদের নতুন ভূমিকা তাঁদের সম্মান এবং আয়ের নতুন উৎস উভয়ই নিশ্চিত করবে। আজ ৩০ হাজারেরও বেশি সহায়ক গোষ্ঠীকে কৃষি সখী হিসেবে প্রমাণ পত্র দেওয়া হয়েছে। বর্তমানে এই প্রকল্পটি ১২টি রাজ্যে শুরু হয়েছে। আগামী সময়ে সারা দেশের হাজার হাজার গোষ্ঠী এর সাথে যুক্ত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *