প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে চা বানালেন মুখ্যমন্ত্রী ধামি

নৈনিতাল, ১৮ জুন (হি. স.): বিভিন্নভাবে জনসংযোগ করে থাকেন একেকজন রাজনৈতিক নেতা। এবার রাস্তায় চা তৈরি করে জনসংযোগ করতে দেখা গেল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে।

মঙ্গলবার সকাল সকাল প্রাতঃভ্রমণে বেরিয়ে নৈনিতালে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ স্থাপন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রাস্তার পাশে দাঁড়িয়ে চায়ের দোকানে চা বানালেন। স্থানীয়দের সঙ্গে কথা বললেন। শুনলেন তাঁদের দুঃখ দুর্দশার কথা। এরপর একটি শিশু হাসপাতালে গিয়ে দেখা করলেন অসুস্থ শিশু ও তাদের পরিজনদের সঙ্গে। ফুটবল মাঠে গিয়ে বাচ্চা এবং বড়দের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলল ফুটবল খেলাও। খেললেন হকিও।

উল্লেখ্য, এর আগে প্রায় একই ধরণের পদ্ধতিতে জনসংযোগ করতে দেখা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও। কখনও তিনি রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে চা বানিয়েছেন, কখনও আবার তিনি কোলে তুলে নিয়েছেন কোনও শিশুকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *