BRAKING NEWS

তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নৃশংসতা থেকে রেহাই পাচ্ছেন না মহিলা এমনকি শিশুরাও: বিপ্লব 

আগরতলা, ১৭ জুন: তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নৃশংসতা থেকে রেহাই পাচ্ছেন না মহিলা এমনকি শিশুরাও। বাংলায় মহিলারা সুরক্ষিত নয়। আজ কোচবিহারের বিভিন্ন জায়গায় পরিদর্শন করে আক্রান্তদের সাথে সাক্ষাৎ করে একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, তৃণমূলের রাজনৈতিক নৃশংসতা থেকে রেহাই পাচ্ছেন না মহিলা এমনকি শিশুরাও। নির্বাচন পরবর্তী সন্ত্রাস, আক্রমণ ও প্রাণ নাশের হুমকির মুখে ঘর ছাড়া হয়েছে বহু।এদিন তিনি বলেন, বাংলায় মহিলারা গণধর্ষণের শিকার হচ্ছেন। মহিলা মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। 

বিপ্লব কুমার দেব কড়া ভাষায় বললেন, দীর্ঘ সময় কমিউনিস্টেও শাসনের ছিল বাংলায়। তাদের জনগণ ছুড়ে ফেলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনিও নিজেকে সংশোধন করুন। পশ্চিমবঙ্গের সন্ত্রাসের খোঁজখবর নিয়ে সমস্ত রিপোর্ট বিজেপি -র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে দেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *