BRAKING NEWS

স্ত্রীকে পিটিয়ে খুন, গ্রেফতার স্বামী

আগরতলা, ১৭ জুন: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে পিটিয়ে খুন করলেন স্বামী। আজ খোয়াই গৌড়নগর এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে। এদিকে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। 

ঘটনার বিবরনে জানা গিয়েছে,গৌরনগর এলাকার পরিমল ঝরা (৩৭) প্রতিদিন পরিবারিক কলহের ছেড়ে তার স্ত্রী রমলা ঝাড়া(৪০)-র সাথে ঝগড়া হতো। অন্যান্য দিনের মতো গতকাল সন্ধ্যা রাতেও মদমত্ত অবস্থায় পরিমল ঝরা তার স্ত্রীকে বাড়ির সামনে রাস্তা উপর বেধড়ক মারধর করে  মারধরের ফলে গুরুতর আহত হয়েছেন স্ত্রী। স্ত্রীকে মারধর করে রক্তাক্ত অবস্থা পরিমল ঝরা তার বাবা মঙ্গল ঝরা বাড়িতেই রেখে দিয়ে নিজ বাড়িতে চলে আসে। 

আজ ভোরবেলা পরিমল ঝরা বাবা মঙ্গল ঝরা খবর দেয় রমলার মৃত্যু হয়ছে। তখন সময় পরিমল ঝরা ও তার বড় ভাই গণেশ ঝরা মৃত দেহ পরিমলের বাড়িতে এনে রেখে দেয়। তখন প্রতিবেশী মৃত দেহ দেখে খোয়াই থানায় খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। স্বামী পরিমল ঝরাকে গ্রেফতার করেছে। ওই ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *