“এখন রাজনীতি করার সময় নয়”, মমতার অভিযোগ এড়িয়ে গেলেন অশ্বিনী

জলপাইগুড়ি, ১৭ জুন (হি. স.): “এখন রাজনীতি করার সময় নয়। আমাদের এখন প্রধান লক্ষ্য উদ্ধারকার্য সম্পন্ন করা”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে সোমবার এই মম্তব্য করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এদিন দুপুরে দুর্ঘটনাস্থলে পৌঁছে রেলমন্ত্রী বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত পরিবারকে সর্বতোভাবে সাহায্য করা হবে।’

রেলের ‘কবচ’ সিস্টেম নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন অনেকে। রেলওয়ে বোর্ডের সিইও এবং চেয়ারম্যান জয়া ভার্মা সিনহা নিজেই জানিয়েছেন, কবচ সিস্টেমটি দেশের বিভিন্ন রেল ডিভিশনে ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও এই সিস্টেম ব্যবহার করার প্রক্রিয়াটি পরিকল্পনার স্তরে রয়েছে। সুরক্ষা কবচ কেন ছিল না? সেই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিষয়টি নিয়ে রেলমন্ত্রী বলেন, “ এই রুটে রেল পরিষেবা পুনরায় স্বাভাবিক করা। সেটাতেই আমরা মনযোগ দিচ্ছি। এইসব বিষয় নিয়ে পরে আলোচনা করব।’

বারবার এই ধরনের দুর্ঘটনা কেন ঘটছে? রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। রেলমন্ত্রী বলেন, ‘এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করা হবে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, সেটা খতিয়ে দেখা হবে। এখন আমাদের প্রধান লক্ষ্য উদ্ধারকার্য সম্পন্ন করা এবং রেলের পরিষেবা স্বাভাবিক করা। রেল দুর্ঘটনার পেছনে কী কারণ রয়েছে, সেটা খতিয়ে দেখা হবে। সেই কারণের জন্য আর যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *