আগরতলা,১৭ জুন: আগরতলা-শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। কিভাবে দূর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করা হবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন তিনি বলেন, ট্রেন দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে বিজেপি সরকার রয়েছে। তৎপরতা সাথে উদ্ধার কাজ চলছে। কিভাবে ওই দূর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে বলে দাবি করেন তিনি। রেল দূর্ঘটনায় কেন্দ্রীয় রেলমন্ত্রী পদত্যাগ দাবি করছে তৃনমুল কংগ্রেস। এবিষয়ে সুকান্ত বলেন, দূর্ঘটনা নিয়ে রাজনীতি না করাই ভালো।
এদিকে বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, প্রথম কাজ দূর্ঘটনায় আহতদের দ্রুততার সহিত হাসপাতালে স্থানান্তর করা। এই দূর্ঘটনায় রেল কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখবে।