শেখ হাসিনাকে ইদের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ১৬ জুন (হি. স.): বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পবিত্র ইদ উপলক্ষে মোদী শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন বলে রবিবার জানা গেছে।

জানা গেছে, চিঠিতে প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন, এই উৎসবটি ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। যা একটি শান্তিপূর্ণ বিশ্ব গঠনে অপরিহার্য।