BRAKING NEWS

জয়ের লক্ষ্যে জোরদার অনুশীলনে মগ্ন ইউ বি এস টির ফুটবলাররা

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। আগামী ১৭ জুন থেকে শুরু হতে চলেছে রাজ্য ফুটবল সংস্থা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত এবছরের ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট। এবারের এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে রেকর্ড সংখ্যক দল। মোট ১৬ টি দলকে নিয়ে আয়োজিত এবারের এই টুর্নামেন্টের যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আসরকে সামনে রেখে ইতিমধ্যে অংশগ্রহণকারী ১৬ টি ক্লাব নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। অংশগ্রহণকারী দলগুলিকে ইতিমধ্যেই লীগ কমিটি দুটি গ্রুপে বিভক্ত করেছে।গ্রুপ এ-তে রয়েছে আনন্দ ভবন, ইয়ুথ ক্লাব, জষ্পুইজলা  প্লে সেন্টার, ইউ.বি.এস.টি, সিমনা তমাকারি এফ.সি, পান্থই স্পোর্টিং সোসাইটি,  ঐকত্যান যুব সংঘ ও কেশব সংঘ।এ গ্রুপের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ ১৯ জুন আসরে নিজেদের প্রথম ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে  মুখোমুখি হবে জষ্পুলজলা প্লে সেন্টার ও ইউ.বি.এস.টি। আর এই ম্যাচকে সামনে রেখে কোচ বিশাল সাহার তত্ত্বাবধানে জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে ইউ.বি.এস.টি দলের ফুটবলাররা। শনিবার এমনটাই দেখা গেল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে। অনুশীলনের ফাঁকেই  এক সাক্ষাৎকারে দলের ফুটবল প্রশিক্ষক বিশাল সাহা জানান, প্রতিযোগিতাকে সামনে রেখে গত ৬ জুন থেকে অনুশীলন শুরু করে দিয়েছে ক্লাবের ফুটবলাররা। দলের ফুটবলাররা প্রতি ম্যাচে জয়ের লক্ষ্যকে সামনে রেখেই মাঠে নামবে।দলের মধ্যে বেশ কিছু প্রতিভাবান ফুটবলার রয়েছে,  যাদের প্রতিভা দলকে যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে। প্রাথমিকভাবে জয় দিয়ে অভিযান শুরু করার প্রত্যাশা নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামবে ফুটবলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home1/jagarwpx/public_html/jagarantripura.com/wp-includes/functions.php on line 5420

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home1/jagarwpx/public_html/jagarantripura.com/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107