শান্তিরবাজার, ১৫ জুন: কাঞ্চনজঙ্ঘা রেল পরিষেবা থেকে বঞ্চিত শান্তির বাজার মহকুমাবাসী।
শান্তির বাজার মহকুমাবাসী বিগত বাম আমলে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান সময়ে শান্তির বাজার মহকুমার দুই বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক প্রমোদ রিয়াং ও শুক্লাচরন নোয়াতিয়ার উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমার বিভিন্ন দিক দিয়ে উন্নয়ন হচ্ছে।
বর্তমান সময়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় সাব্রুম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা রেল পরিষেবা শুরু হচ্ছে। কিন্তু দেখা যায় শান্তির বাজার মহকুমাবাসী এই রেল পরিষেবা থেকে বঞ্চিত থাকবে। শান্তির বাজার রেলষ্টেশনে কাঞ্চনজঙ্ঘা রেলের কোনো প্রকার স্টপেজ নেই। তাই শান্তির বাজার মহকুমাবাসী চাইছে এই পরিষেবা যেন শান্তির বাজার মহকুমাবাসীকে প্রদান করা হোক। সকলে আশাবাদী বিধায়ক প্রমোদ রিয়াং ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমাবাসী রেল পরিষেবা পাবে। এইদিকে তাকিয়ে আছে শান্তির বাজার মহকুমাবাসী।

