আগরতলা, ১৫ জুন: নিট পরীক্ষার ফলাফল কেলেঙ্কারির প্রতিবাদে আজ রাজপথে বিক্ষোভ মিছিল করেছে প্রদেশ যুব কংগ্রেস। এদিন কর্মীরা কামান চৌমুহনীতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি, তাঁরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।
এদিন বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে কামান চৌমুনিতে গিয়ে শেষ হয়। তারপর, কামান চৌমুহনীতে ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন।
রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, ভারতীয় জনতা পার্টি জন বিরোধী সংগঠন। দেশের যুবকদের স্বার্থে কাজ করেনি। যুবকদের অশান্তির কাণ্ডারী বানিয়ে তুলছে। নিট পরীক্ষার ফলাফল কেলেঙ্কারির প্রতিবাদে আজ রাজপথে বিক্ষোভ মিছিল করেছে প্রদেশ যুব কংগ্রেস।
পাশাপাশি তিনি অভিযোগ করেন, শিক্ষা নিয়ে নোংরা রাজনীতি করছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাই সংগঠনের তরফ থেকে অতিসত্বর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হয়েছে।