যুবকদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি সরকার : আশিস

আগরতলা, ১৫ জুন: সারা দেশে জ্বলন্ত সমস্যা হল বেকার সমস্যা। বেকারত্বের জ্বালায় দিশেহারা যুবককরা। তাছাড়া, প্রতিনিয়ত যুবকদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি সরকার। আজ প্রদেশ যুব কংগ্রেসের সাংগঠনিক সভায় বিজেপি সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাথে তিনি যোগ করেন, এরই প্রতিবাদে আগামীদিনে যুবকদের নিয়ে প্রদেশ যুব কংগ্রেস আন্দোলনে নামবে।

আজ আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক ব্লক এবং জেলা সভাপতিদের নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। এই সেমিনারে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, ত্রিপুরা রাজ্য  যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহঅন্যান্য নেতৃত্ব।

এদিন শ্রী সাহা দাবি করেন, রাজ্যের যুব কংগ্রেসের সংগঠনে নব জোয়ার এসেছে। প্রত্যাশিতভাবে কংগ্রেসের যুব সংগঠনের প্রতি রাজ্যের বেকার যুবাদের আস্থা বাড়ছে। 

এদিন শ্রী বর্মণ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দশ বছরের শাসনকালে একাধিক রাজ্যের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। বেকারত্বের জ্বালায় যুবককরা দিশেহারা। এর মধ্যে নিট পরীক্ষার ফলাফল নিয়ে বড় কেলেঙ্কারি হয়েছে।এদিন তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা রাজ্যে মুখ থুবড়ে পড়েছে। এক কথায় বিজেপি সরকার বেকার বিরোধী সরকার তা জ্বলজ্যান্ত উদাহরণ।

এদিন তিনি আরও বলেন, আগামী ১৮ জুন কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। ওই বৈঠকে জেলা ও ব্লক স্তরের সমস্ত নেতাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সিপিআইএমের সাথে জোট হয়ে বিজেপি -র বিরুদ্ধে লড়াই করবে কিনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *