নিট পরীক্ষার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে এআইডিএসও-র বিক্ষোভ 

আগরতলা, ১৫ জুন: নিট পরীক্ষার ফলাফল নিয়ে এবার সরব হয়েছে এআইডিএসও। আজ সংগঠনের তরফ থেকে নিট পরীক্ষার বিচার বিভাগীয় তদন্ত সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের কলেজে ভর্তিতে সুব্যবস্থার দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

সংগঠনের জনৈক নেতা জানিয়েছেন, নিট পরীক্ষার ফলাফল নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। এরই প্রতিবাদে দেশ জুড়ে শিক্ষক,ছাত্র ও অভিভাবকরা আন্দোলনে সামিল হয়েছেন। তাই এআইডিএসও পক্ষ থেকেও বিচার বিভাগীয় তদন্ত সহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। পাশাপাশি,রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের কলেজে ভর্তিতে সুব্যবস্থার দাবি জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *