কলকাতা, ১৪ জুন (হি. স.): বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটের দিকে এগিয়ে গেছে বাংলাদেশ। আর বৃহস্পতিবার বাংলাদেশের এই জয়ের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা।
‘ডি’ গ্রুপ থেকে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার এইটে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। টাইগাররা শেষ ম্যাচে খেলবে চতুর্থ স্থানে থাকা নেপালের বিপক্ষে। এই গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস।
‘ডি’ গ্রুপে সবার নিচে রয়েছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১।