আগরতলা, ১৪ জুন: বিধানসভায় গ্রুপ ডি ও গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে রাস্তায় নেমেছে বাম পন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। আজ সংগঠনের কর্মীরা মিছিল করো বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা অবরোধেও সামিল হয়েছেন।
ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক নবারুন দেব বলেন, ত্রিপুরা গত ৬ বছর যাবৎ বেকার বিরোধী সরকার ক্ষমতায় রয়েছে। বিধানসভায় গ্রুপ ডি ও গ্রুপ সি ৩৭টি পদে নিয়োগে নোটিফিকেশন জারি করেছিল। কিন্তু আজ হঠাৎ করে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। ঢাক ঢোল পিটিয়ে নিয়োগের নোটিফিকেশন জারি করে গোপনে নিয়োগ প্রক্রিয়া বাতিল করছে। বহু যুবকরা লক্ষ লক্ষ টাকা ফ্রী দিয়েছে।
তাঁর অভিযোগ, বেকার যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই সরকার।সরকার লক্ষ লক্ষ টাকা কামাই করার জন্য এই পদ্ধতি প্রয়োগ করছে। এই সরকার অত্যন্ত ভয়ঙ্কর সরকার। তাই সংগঠনের তরফ থেকে যুব সমাজকে ঐক্য বদ্ধ হয়ে বিজেপি সরকারকে রাজ্য থেকে বাতিল করতে এগিয়ে আসতে হবে।

