নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ জুন: উদয়পুরে আইটিআই কলেজে লক্ষ লক্ষ টাকা কামাই করছেন প্রিন্সিপাল সহ এক একাউন্টেন। এমনই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।
শিক্ষক করছেন একাউন্টেন্টের কাজ, ২০১৮ সাল থেকে শিক্ষক উদয়পুর আইটিআই কলেজে একাউন্টের কাজ করছেন। কলেজের প্রিন্সিপাল দেবাশীষ দাস এই দায়িত্ব দিয়েছেন বলে জানান শিক্ষক গৌতম দেববর্মন। ২০১৮ সাল থেকে ২০২৪ সালের ১৪ তারিখ পর্যন্ত তিনি কলেজে একটি ক্লাসও করেন নি, উনার পরিবর্তে অন্যদের দিয়ে ক্লাস করানো হয়, বললেন শিক্ষক গৌতম দেব বর্মন।
গত ১০ বছর ধরেই আইটিআই কলেজে প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত রয়েছেন দেবাশীষ দাস। আর সেই থেকেই এই আইটিআই কলেজে নানা কুকীর্তি সম্মুখে আসছে। কলেজের এই বেহাল দশার জন্য একমাত্র দায়ী প্রিন্সিপাল। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অ্যাকাউন্টেন্ট ও প্রিন্সিপাল, কলেজের বিভিন্ন সামগ্রী ক্রয়ের নামে, এমনই অভিযোগ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজে প্রিন্সিপালের সাথে সাংবাদিকরা দেখা করতে গেলে জানা যায় প্রিন্সিপাল সপ্তাহে দুই থেকে তিন দিন থাকেন উপস্থিত। আর বাকি দিন গুলি উনি থাকেন না। সকাল গরিয়ে দুপুর পর্যন্ত প্রিন্সিপালের কোন দেখা নেই আইটিআই কলেজে। দুপুর বারোটা পর প্রিন্সিপালের পদার্পন হয় কলেজে সে অভিযোগ করেন ছাএ ছাএী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।
পরে যে শিক্ষককে প্রিন্সিপাল বাবু অ্যাকাউন্টের দায়িত্বে দিয়েছেন সে বাবু তথা গৌতম দেব বর্মনের কে সাংবাদিকরা প্রশ্ন্য করলে উনি বলেন, আমি ২০১৮ সাল থেকেই অ্যাকাউন্টের দায়িত্ব পালন করছেন উনাকে কেউ কিছু বলতে সাহস পাচ্ছেন না। কারণ প্রিন্সিপাল দেবাশীষ দাসের কলেজ থেকে বাকা পথে কামাইয়ের মোট হাত রয়েছে গৌতম বাবু মাথায়। পরবর্তীতে প্রিন্সিপাল দেবাশীষ দাস কলেজে আসলে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন কলেজের অনেক উন্নয়ন করেছে। আরো বলেন কলেজের ক্লাস রুম গুলি কে নাকি রং করে নতুন রূপদান করেন কিন্তু ক্যামেরায় তার উল্টো দেখা যায়, রুমগুলিতে কোন রং করা হয় নি।