আইএসএল: মোহনবাগান থেকে চেন্নায়িন এফসি–তে নাসিরির স্বাক্ষরের ঘোষণা

কলকাতা, ১৪ জুন (হি. স.):চেন্নায়িন এফসি শুক্রবার, মোহনবাগান থেকে কিয়ান নাসিরির স্বাক্ষর করার কথা ঘোষণা করেছে।

এই তরুণ ফরোয়ার্ড ২০২৭ সাল পর্যন্ত তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। নাসিরি মহামেডান স্পোর্টিংয়ের অনুর্ধ্ব ১৬ দলের হয়ে খেলেছিলেন। নাসিরি মেরিনার্সের হয়ে ৬৮টি ম্যাচ খেলেছেন, ২০২৩ সালে আইএসএল ট্রফি এবং ২০২৪ সালে আইএসএল লিগ শিল্ড জয়ে অবদান রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *