কোচবিহার, ১৪ জুন (হি.স.) : উত্তরবঙ্গ সীমান্তের জলপাইগুড়ি সেক্টরের অধীনে ভারত-বাংলাদেশ সীমান্তে আইসিপি চ্যারাবান্ধায় মোতায়েন ১৫১তম ব্যাটালিয়ন অফ বর্ডার সিকিউরিটি (বিএসএফ) এর জওয়ানরা সোনার বার সহ এক বাংলাদেশী মহিলাকে আটক করেছে। ধৃত মহিলা বাংলাদেশের নকলা শেরপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিএসএফ জানিয়েছে, বাংলাদেশি মহিলা গোপনে ও অবৈধভাবে সোনার বার নিয়ে যাওয়ার সময় আইসিপি চ্যারাবান্ধায় ধরা পড়ে। ওই মহিলা অবৈধভাবে ভারতে সোনার বার আনার চেষ্টা করছিলেন। ওই মহিলার কাছ থেকে ৪৮.০৮ গ্রাম সোনার বারসহ ২০ হাজার বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। বিএসএফের জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশি মহিলা জানায় যে সে তার পুরানো গহনা স্বর্ণকার দিয়ে গলিয়ে সোনার ইটে রূপান্তরিত করেছিল। যাতে এটি লুকানো এবং বহন করা সহজ হয়। বাজেয়াপ্ত সোনার বারগুলি বিক্রি করার পরে, তিনি কোচবিহার জেলার তুফানগঞ্জে বসবাসকারী তার মেয়ের সাথে দেখা করতে এসেছিলেন। আটক বাংলাদেশি মহিলাকে আটক করা স্বর্ণের বার ও বাংলাদেশি রুপিসহ চ্যারাবান্ধা কাস্টম বিভাগের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।