হাওড়া, ১৩ জুন (হি.স.) : হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ ডাকাতির দু’দিন অতিক্রান্ত, এখনও অধরা দুষ্কৃতীরা। থানার ৭০০ মিটারের মধ্যে প্রকাশ্য দিবালোকে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ঢুকে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। মুখ ঢেকে নয়, খোলা রেখেই বেপরোয়া তাণ্ডব চালানোর পরেও অধরা দুষ্কৃতীরা। যা নিয়ে আতঙ্কে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের তরফে ডোমজুড়ে প্রতিবাদ মিছিল করা হয়।
গত মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ চার সশস্ত্র দুষ্কৃতী ডোমজুড়ের ওই সোনার দোকানে ঢোকে। তার পর বন্দুক দিয়ে মারধর করে কর্মীদের বেঁধে ফেলে লুটপাট চালায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঠিক কত টাকার সোনাদানা লুট হয়েছে তা এখনও হিসাব করে ওঠা যায়নি। পুলিশ সূত্রে খবর, ডাকাতদের ধরতে বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করে দেওয়া হয়েছে।