বারাসাত, ১৩ জুন (হি.স.): অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে বারাসাত আদালত। নিউ টাউনের একটি রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় বারাসত আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন সোহম। আগাম জামিনের আবেদনও করেছিলেন। আদালত দু’হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে।
রেস্তোরাঁর মালিককে মারধর করার কথা আগেই স্বীকার করে নিয়েছিলেন সোহম। কিন্তু তাঁর বিরুদ্ধে আনিসুল আলম নামে ওই রেস্তোরাঁর মালিক বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, পুলিশ কোনও পদক্ষেপ করছে না। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। মামলার শুনানির সম্ভাবনা শুক্রবার। তার আগে বৃহস্পতিবারই বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানান সোহম। নিজে আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। আগাম জামিনও পেলেন তৃণমূল বিধায়ক।