শান্তিরবাজার, ১৩ জুন: প্রকাশ্য দিবালোকে একটি সংস্থায় চুরি করতে গিয়ে কর্মীদের হাতে আটক এক চোর। আজ শান্তির বাজার এলাকায় ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরবর্তী সময়ে চোরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন জনতা।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, বৃহস্পতিবার শান্তির বাজার শহরে দেবীকা মাইক্রো ফাইনেন্স নামে একটি সংস্থা থেকে এক যুবক চুরি করতে গিয়ে সংস্থার কর্মীর হাতে ধরা পরে।পরবর্তী সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় যুবকটিকে আটক করা হয়েছে। সাথে সাথে শান্তির বাজার থানায় খবর পাঠানো হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে গিয়েছে।