নিউইয়র্ক, ১৩ জুন (হি. স.):মঙ্গলবার লডারহিলে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচটি প্রবল বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে। আবার লডারহিলে প্রবল বৃষ্টির কারণে কানাডার বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ ‘এ’ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শনিবারের ম্যাচটিও বাতিল হতে পারে। বৃষ্টির জন্য লডারহিলে সতর্কতা জারি করা হয়েছে।
কিন্তু বৃষ্টি হলে ভারত কানাডার ম্যাচের ফলাফল ভারতকে প্রভাবিত করবে না,কারণ ইতিমধ্যেই ভারত সুপার এইটে চলে গেছে। তবে পাকিস্তানের জন্য চিন্তার বিষয়। শুক্রবার লডারহিলে রয়েছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের খেলা।এই ম্যাচ বাতিল হলে,যুক্তরাষ্ট্র গ্রুপ ‘এ’ থেকে এগিয়ে যাবে আর পাকিস্তান টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাবে।
যেমন মঙ্গলবার লডারহিলে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচটি প্রবল বৃষ্টির বাতিল হওয়ার জন্য শ্রীলংকার টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা প্রায় বেজে গেছে।