নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): অরুণাচল প্রদেশে টানা তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির পেমা খান্ডু। তাঁর সঙ্গেই আবার উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে চওনা মেইন। বিদায়ী মন্ত্রিসভাতেও তিনি পেমার ডেপুটি ছিলেন। পেমা এবং মেইনের পাশাপাশি বৃহস্পতিবার রাজ্যপাল কে টি পরনায়েকের কাছে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির আরও ১০ জন বিধায়ক। শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দলের সর্বভারতীয় নেতারা।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পেমা খান্ডুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরুণাচলের নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য পেমা খান্ডুকে অভিনন্দন। যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমি তাঁদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। জনগণের সেবায় তাঁদের প্রচেষ্টার জন্য আমার শুভেচ্ছা।