নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন:
আয়ুষ্মান আরোগ্য যোজনার উদ্যোগে গোটা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার স্বাস্থ্য শিবির এবং পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। গ্রামীণ স্বাস্থ্য এবং পুষ্টি দিবসকে সামনে রেখেই এই দিনটি পালন করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় অবস্থিত আয়ুষ্মান আরোগ্য মন্দিরে এদিনের এই অনুষ্ঠান হয়েছে একযোগে।
ঊনকোটি জেলার নিশি রঞ্জন নন্দিতা মোমেরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন জামতৈলবাড়ি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অন্তর্গত এলাকায় মোট ৩ জন যক্ষা রোগীকে ফুড বাস্কেট (পুষ্টিকর খাবার ) বিতরণ করেন জামতৈলবাড়ি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এম পি ডব্লিউ ।
একই সাথে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে যক্ষ্মা রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
একই সাথে ঊনকোটি জেলার সমরুরপাড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন শ্রীরামপুর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অন্তর্গত হালাইরপাড় ৫ নং ওয়ার্ডে আশাকর্মী দ্বারা এলাকার বাড়ি বাড়ি পরিদর্শন করেন এবং ব্লাড স্লাইড কালেকশন এর মাধ্যমে ম্যালেরিয়া সনাক্তকরণ করেন। মোট ২১ জনের ব্লাড স্লাইড কালেকশন করা হয়। তাতে সবার রিপোর্ট নেগেটিভ ছিল। একই সাথে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক আলোচনা করেন যেমন ম্যালেরিয়া কি , তার লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের উপায় , ওষুধযুক্ত মশারী ব্যবহারের প্রয়োজনীয়তা ইত্যাদি।
সুকান্ত কলোনী অঙ্গনওয়াড়ি সেন্টারে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস এবং স্বাস্থ্য শিবির
ঊনকোটি জেলার সমরুরপাড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন শ্রীরামপুর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অন্তর্গত সুকান্ত কলোনী অঙ্গনওয়াড়ি সেন্টারে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।
ঊনকোটি জেলার ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন জগন্নাথপুর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অন্তর্গত নতুনটিলা অঙ্গনওয়াড়ি সেন্টারে আজ গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।
উক্ত শিবিরে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা করা হয় যেমন যক্ষ্ণা , ডায়েরিয়া , ম্যালেরিয়া কি , তার লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের উপায় , ওষুধযুক্ত মশারী ব্যবহারের প্রয়োজনীয়তা , জে এস ওয়াই , জে এস এস কে , পরিবার পরিকল্পনা , সঠিক সময়ে সম্পূর্ণ টিকাকরণের গুরুত্ব, সংক্রমক এবং অসংক্রমক রোগের বিভিন্ন লক্ষণ ইত্যাদি ।
একই সঙ্গে মনুভ্যালিতে স্বাস্থ্য শিবির
ঊনকোটি জেলার সমরুরপাড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন মনুভ্যালি আয়ুষ্মান আরোগ্য মন্দিরে আজ এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে মোট ২৮ জন এলাকাবাসী উপস্থিত থেকে স্বাস্থ্য শিবিরের সুযোগ গ্রহণ করেন।
কুমারঘাট মহকুমা হাসপাতালের অধীন সায়দাবাড়ি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অন্তর্গত তিপরাবস্তিতে, দেওভ্যালী আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অন্তর্গত কাছাড়িছড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে নিক্ষয় দিবস এবং সুকান্তানগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অন্তর্গত খুদিরামপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে আজ গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে মোট ৬৫ জন এলাকাবাসী উপস্থিত থেকে স্বাস্থ্য শিবিরের সুযোগ গ্রহণ করেন।
মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন উত্তর মাছমারা আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অন্তর্গত চা বাগান অঙ্গনওয়াড়ি সেন্টারে আজ এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে মোট ৬৭ জন এলাকাবাসী উপস্থিত থেকে স্বাস্থ্য শিবিরের সুযোগ গ্রহণ করেন।
একই সঙ্গে এদিন ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমা হাসপাতালের অধীন বেতছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অন্তর্গত জগমোহনপাড়া তে আজ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে মোট ২০ জন এলাকাবাসী উপস্থিত থেকে স্বাস্থ্য শিবিরের সুযোগ গ্রহণ করেন।