নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন: সর্বভারতীয় স্তরের পরীক্ষা দিতে গিয়েও আতঙ্কিত পরীক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীন সময়ে হঠাতে বন্ধ হয়ে যায় পরীক্ষার অনলাইন ওয়েবসাইট। যার ফলে বিঘ্ন ঘটে পরীক্ষায়। পরীক্ষা কেন্দ্রে নিযুক্ত অবজারভার ছাত্র-ছাত্রীদের সঠিক ভাবে কোন কিছু না বলায় আতঙ্কিত হয়ে পড়েন পরীক্ষার্থীরা।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার আগরতলা বনকুমারি বাজারস্থিত সাহা বিল্ডিং – এ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কিছু সংখ্যক ছাত্রছাত্রী অনলাইনে পরীক্ষা দিতে আসেন। কিন্তু পরীক্ষার ওয়েব সাইট খুলতে সমস্যা হয়। কারোর ক্ষেত্রে সাইট খুলেছে। কিন্তু কারোর কারোর সাইট খুলেইনি। সেন্টারের তরফে বলা হয় সাইট নাকি ক্রেশ করেছে। কিন্তু যাদের সাইট খুলেনি তাদের কি হবে তা নিয়েই আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবক ও পড়ুয়ারা। পরীক্ষা কেন্দ্র নিযুক্ত অবজারভার জানান তাদেরকে পরবর্তী সময়ে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে। এদিন আর ওই পরীক্ষা গ্রহণ করা হবে না। কিন্তু এ বিষয়ে সঠিক কোন তথ্য দেয়নি ওই অবজারভার। এমনই অভিযোগ পরীক্ষার্থীদের। যার ফলে পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। যদি তাদেরকে পরবর্তী কোন দিন পরীক্ষার জন্য নির্ধারণ করে দেওয়া না হয় তবে কিভাবে তারা পরীক্ষা দেবেন তা নিয়ে চিন্তা দেখা দেয়। এদিকে পরীক্ষা কেন্দ্রে নিযুক্ত কর্মীদের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে তারা ছাত্র ছাত্রীদের অসহযোগিতা করেন বলে অভিযোগ ওঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীরা এদিন এক প্রকার খুব উগরে দেন পরীক্ষা গ্রহণকারী কমিটির উপর।