জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ ঘিরে ক্রীড়ামন্ত্রী সকাশে রাজ্য যোগা সংস্থা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন প্রয়োজনীয় প্রস্তুতি এখন থেকেই শুরু করেছে।  আগামী বছরের ৪, ৫ ও ৬ জানুয়ারি আগরতলায় ৪৩ তম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের ৬ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল আজ, বুধবার রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হয়ে এ বিষয়ে পরামর্শ ও উপদেশ গ্রহণ করেন। উল্লেখ্য, সারা দেশ থেকে বিশেষ করে পুরুষ ও মহিলা উভয় বিভাগে প্রায় সাত শতাধিক যোগা খেলোয়ার ও অফিসিয়াল এতে অংশ নিতে আসবে। পুরুষ খেলোয়ারদের ভগৎ সিং ইয়ুথ হোস্টেলে এবং মহিলা খেলোয়ারদের এনএসআরসিসি হোস্টেলে থাকার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। প্রতিযোগিতা আয়োজনের জন্য দুটি ভ্যেনু নজরুল কলাক্ষেত্র এবং এগিয়ে চলো সংঘ চূড়ান্তকৃত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠ বাছাই করা হয়েছে। সাক্ষাৎকারে ক্রীড়া মন্ত্রী শ্রীরায় সংস্থার প্রতিনিধিদের, পরিকল্পনা অনুযায়ী চিঠিপত্র আদান-প্রদানের মধ্য দিয়ে ধীরে সুস্থে প্রসেসিং শুরু করার পরামর্শ দেন। রাজ্য সংস্থার পক্ষ থেকে এই জাতীয় চ্যাম্পিয়নশিপ ঘিরে প্রায় ২৫ লক্ষ টাকা বাজেট স্থির করা হয়েছে বলে প্রতিনিধিবর্গ ক্রীড়া মন্ত্রীকে অবহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *