শিশু পাচার রুখতে একদিনের জেলাভিত্তিক কর্মশালা

আগরতলা, ১২ জুন: শিশু পাচার রুখতে  সিপাহীজলা জেলার জেলাশাসক কনফারেন্স হলে একদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। 

ওই কর্মশালাতে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, জাতীয় শিশু সুরক্ষা ও অধিকার কমিশন থেকে আগত কনসার্ট জুভেনাল জাস্টিস ডিভিশন এর  সোনাক্সি রাধিকা, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে, জেলার অতিরিক্ত পুলিশ সুপার,  জেলার প্রতিটি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সহ সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

মূলত একদিনের ওই কর্মশালায় শিশু পাচার রুখতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ওই কর্মশালার মাধ্যমে প্রশাসনিক আধিকারিকদের থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের এই ধরনের পাচার বন্ধে বিশেষ সতর্কতা অবলম্বন করতে  বলা হয়েছে। পাশাপাশি এখন থেকে আর একটি শিশু ও যেন পাচার না হয় সেদিকে প্রশাসন সর্বদা সজাগ থাকার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *