ভিক্ষা করতে বেরিয়ে গাড়ির ধাক্কায় আহত সন্ন্যাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন: ভিক্ষা করতে বেরিয়ে যান সন্ত্রাসে গুরুতর আহত হলেন এক সাধু। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুরে রাজধানীর মিলনচক্র এলাকায় শ্যামল দাস নামে এক ব্যক্তিকে একটি গাড়ি ধাক্কা দিয়ে ফেলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। ওই ব্যক্তির সাধু বেশে ছিলেন।

এলাকাবাসীদের ধারণা, তিনি ভিক্ষে করতে বেরিয়েছিলেন। তখনই গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে টিএমসি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।