উত্তর প্রদেশের পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুৎহীন দিল্লির বেশকিছু অঞ্চল

নয়াদিল্লি, ১১ জুন (হি. স.): তাপপ্রবাহ রাজধানী জুড়ে। তীব্র গরমে নাজেহাল অবস্থা দিল্লিবাসীর। এরই মধ্যে মঙ্গলবার দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে রাজধানীর বেশকিছু এলাকা।

জানা গেছে, মঙ্গলবার উত্তর প্রদেশের মান্ডোলায় একটি পাওয়ার গ্রিডে আগুন লাগে। এই পাওয়ার গ্রিড থেকে দিল্লিতেও বিদ্যুৎ সরবরাহ করা হয়। অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে এদিন বিদ্যুৎহীন হয়ে পড়ে দিল্লির বেশকিছু এলাকা। দিল্লির মন্ত্রী অতিশী বলেন, মান্ডোলায় একটি পাওয়ার গ্রিডে আগুন লাগার কারণে দিল্লিতে এই বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা করছি। কেন্দ্রের নতুন বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলব।