মুর্শিদাবাদ, ১১ জুন (হি. স.): দুই গোষ্ঠীর সংঘর্ষে সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সালার থানার উজুনিয়া গ্রাম। সংঘর্ষের পাশাপাশি হয় বোমাবাজি। যার মাঝে পড়ে গুরুতর আহত হন এক মহিলা। আহত মহিলা মহিমা বিবি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ। তার ফলেই অন্তত ৩০–৪০ টি বোমা পড়ে এলাকায়। এও অভিযোগ, লোকসভা নির্বাচনের পরেই ভরতপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন এবং প্রাক্তন ব্লক সভাপতি আজহারউদ্দিন সিজারের অনুগামীদের দ্বন্দ্ব তীব্র হয়ে উঠেছে। দু’পক্ষেরই অভিযোগ লোকসভা নির্বাচনের সময় বিরোধী গোষ্ঠী কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর হয়ে ভোট করিয়েছেন।
কিছুদিন আগে সিজারের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে সুমন গোষ্ঠীর বিরুদ্ধে। সোমবার সন্ধে নাগাদ ফের একবার কিছু দুষ্কৃতী সিজারের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এরপর রাতের দিকে সিজারের অনুগামীরা পাল্টা বোমাবাজি করে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’পক্ষের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।