দিল্লিতে জলের সঙ্কট অব্যাহত, সমস্যা মেটাতে উপ-রাজ্যপালের কাছে আর্জি অতিশীর

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে জলের সঙ্কট অব্যাহত, এবার জলের সমস্যা মেটাতে দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনার কাছে আর্জি জানালেন দিল্লির জলমন্ত্রী অতিশী। একইসঙ্গে অতিশী জানিয়েছেন, “ওয়াজিরাবাদ ব্যারেজের জলের স্তর কমে যাওয়ায় মুনাক খালে জল কম আসছে। মুনাক খালে কম জল ছাড়ার বিষয়ে আমরা উপ-রাজ্যপালকে হরিয়ানা সরকারের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করেছি।”

দিল্লির জলমন্ত্রী অতিশী সোমবার বলেছেন, “দিল্লির ৭টি জল শোধনাগার জলের জন্য মুনাক খালের উপর নির্ভরশীল। উপ-রাজ্যপাল আমাদের আশ্বস্ত করেছেন, তিনি হরিয়ানা সরকারের সঙ্গে কথা বলবেন…উপ-রাজ্যপাল আশ্বাস দিয়েছেন দিল্লি জল বোর্ডে অফিসারের অভাব কমানো হবে.. আমাদের হিমাচল প্রদেশ থেকে হরিয়ানা থেকে জল পাওয়ার কথা ছিল কিন্তু এখনও তা পাইনি… আমরা সুপ্রিম কোর্টের হলফনামা থেকে তথ্য পেয়েছি যে হিমাচল প্রদেশ এবং হরিয়ানা সরকারের মধ্যেও জলের বিরোধ চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *