মুম্বই, ১০ জুন (হি. স.): আসন্ন বর্ষা। আর তার জেরে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মায়ানগরী মুম্বই। টানা দু’দিনের বৃষ্টিতে বানভাসি অবস্থা মুম্বইয়ের। একটানা সেই বৃষ্টির ফলে একটি নির্মীয়মাণ আবাসনের দেওয়াল ধসে পড়ে মৃত্যু হলো দু’জনের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
জানা গেছে, টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বইয়ের একাধিক রাস্তা। বিপর্যস্ত জনজীবন। রবিবার বৃষ্টিতে হাঁটুসমান জল দাঁড়িয়ে যায় একাধিক রাস্তায়। প্রসঙ্গত, মাত্র ৩ ঘণ্টার বৃষ্টিতে ৩৩ বছরের রেকর্ড ভেঙে গিয়েছে পুণেতেও। তিন ঘণ্টায় সেখানে বৃষ্টির পরিমাণ ১০১.৭ মিলিমিটার।