নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): দিল্লিতে মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মহাম্মদ মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে এসেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিতি ছিলেন। আর সোমবার কেন্দ্রীয় মন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এই সাক্ষাতে ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। জয়শঙ্কর এক টুইট বার্তায় জানিয়েছেন, মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মহাম্মদ মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। ভারত ও মালদ্বীপ একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মুখিয়ে আছে।