ইমফল, ১০ জুন (হি.স.) : অ্যাডভান্স সিকিউরিটি কনভয়ে হামলার ঘটনাকে ‘খুবই দুর্ভাগ্যজনক, কাপুরুষোচিত’ বলে তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আজ দিল্লি থেকে ফিরেই দৃঢ়তার সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা, হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, হাত গুটিয়ে বসে থাকবে না সরকার।
মণিপুরের জিরিবাম জেলায় বিভিন্ন গ্রামে ক্রমবর্ধিত হিংসাজর্জর এলাকার পরিস্থিতির খোঁজখবর নিতে আগামীকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী বীরেন সিঙের সংশ্লিষ্ট জেলায় যাওয়ার সূচি নির্ধারিত ছিল। মুখ্যমন্ত্রীর পরিদর্শনের আগে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাজনিত বিষয় খতিয়ে দেখতে আজ সোমবার ইমফল থেকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর কনভয় যাচ্ছিল।
কিন্তু জিরিবাম রোডের কোটলেনের কাছে টি লাইজাং-এর কাছে সন্দেহভাজন কুকি সশস্ত্র জঙ্গিরা অতর্কিত হামলা চালায় অ্যাডভান্স সিকিউরিটি কনভয়ের ওপর। এতে একজন নিরাপত্তা কর্মী জখম হয়েছেন। তাঁকে ইমফলে অবস্থিত ‘শিজা হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’-এ এনে ভরতি করা হয়েছে।
আজ দিল্লি থেকে ইমফল পৌঁছেই মুখ্যমন্ত্রী জঙ্গি হামলায় আহত নিরাপত্তা কর্মীর খোঁজ নিতে শিজা হাসপাতালে যান। সেখানে উপস্থিত সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বীরেন সিং ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক, কাপুরুষোচিত ও অত্যন্ত নিন্দনীয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এ ঘটনার কঠোর নিন্দা করছি। রাজ্যবাসী এবং নিরাপত্তা বাহিনীর ওপর যে সব হামলা হচ্ছে, সেগুলি কেবল আমার নেতৃত্বের ওপর নয়, বরং মণিপুরের জনগণের ওপর সরাসরি হামলার নামান্তর। তাই রাজ্য সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না, কিছু একটা করতে হবে।’
তিনি বলেন, হিংসা ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে সংশ্লিষ্টদের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। বলেন, ‘জরুরি ভিত্তিতে আমার সমস্ত সহকর্মীদের সাথে কথা বলব। একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।’ মুখ্যমন্ত্রী বলেন, একটি কৌশলী প্রক্রিয়া তৈরি করতে তাঁর মন্ত্রিসভার সাথে বৈঠক করবেন।