আগরতলা, ১০ জুন: এডিসিতে চাকুরী সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকান্ডে ভেঙে দেওয়া হল বোর্ড। শীঘ্র নতুন বোর্ড গঠন করা হবে। আজ সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।
এদিন প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, এডিসির অন্তর্গত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে পরীক্ষার জন্য বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ড নিয়োগ প্রক্রিয়ার সবকিছু দেখছিল। গত তিনমাস আগে ওই বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডে দায়িত্বে থাকা চেয়ারম্যান দাতা মোহন জমাতিয়া, অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুবল দেববর্মা, প্রসাশনিক কার্যনির্বাহী আধিকারিক প্রদীপ দেববর্মা এবং অর্থ বিষয়ক কার্যনির্বাহী আধিকারিক সতজিৎ দেববর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে। শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে।