নয়াদিল্লি, ৯ জুন (হি. স.): মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার পর সেই বিষয়ে দল ও সহযোগীদের সঙ্গে কথা হয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। রবিবারের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলেই জানা গেছে কংগ্রেস সূত্রে।
উল্লেখ্য, তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান শুরু। সেখানে যোগ দেওয়ার জন্যে শনিবার গভীর রাতে ফোন মারফত আমন্ত্রণ আসে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে। জানা গেছে, বিজেপি নেতা প্রহ্লাদ যোশী ফোন করে আমন্ত্রণ জানান খাড়্গেকে।