নয়াদিল্লি, ৯ জুন (হি.স.) : এনডিএ সংসদীয় দলের নেতা নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিদিশার নবনির্বাচিত সাংসদ শিবরাজ সিং চৌহান।
বিদিশা আসন থেকে সাংসদ নির্বাচিত শিবরাজ সিং চৌহান প্রথমবারের মতো কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ষষ্ঠবারের মতো বিদিশা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। রাজ্যে বিজেপির সবচেয়ে শক্তিশালী নেতা শিবরাজ সিং চৌহান। তিনি মধ্যপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি দীর্ঘতম সময়ের জন্য মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়েছেন। চারবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি।
গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি যখন দুর্দান্ত পারফরম্যান্স করে এবং ১৬৩টি আসন জিতেছিল, তখন জল্পনা ছিল যে তিনি পঞ্চমবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন, কিন্তু দলীয় নেতৃত্ব যখন ড. মোহন যাদবের নাম অনুমোদন করেন, শিবরাজ বিনয়ের সাথে এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।
শিবরাজ সিং চৌহান রাজনীতিতে আসার আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী হিসেবে কাজ করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যে আসন থেকে একবার সাংসদ ছিলেন সেই আসন থেকে তিনি ছয়বারের সাংসদ। রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে, শিবরাজ দলের রাজ্য সভাপতি এবং বিজেওয়াইএম-এর জাতীয় সভাপতিও ছিলেন। মধ্যপ্রদেশে তাকে ‘মামা’ও বলা হয়।

