করিমগঞ্জের চরগোলায় সড়ক দুর্ঘটনা, হত ত্রিপুরার ট্রাক চালক

করিমগঞ্জ (অসম), ৯ জুন (হি.স.) : ক‌রিমগঞ্জ জেলা সদরের উপকণ্ঠ চর‌গোলা এলাকায় দু‌টি ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত ট্ৰাক চালককে জনৈক শংকর দা‌স বলে শনাক্ত করা হয়েছে। নিহত শংকরের বাড়ি ত্রিপুরায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

জানা গেছে, আজ রবিবার ভোররাত প্রায় ২:৩০টা নাগাদ চরগোলা এলাকায় ত্রিপুরার রেজিস্ট্রেশনযুক্ত টিআর ০১ এভি ১৭৫৮ এবং অসমের রেজিস্ট্রেশনযুক্ত এএস ০১ পিসি ৮৫৮৫ নম্বরের দুটি ট্রাকের মুখোমুখি সংঘ‌র্ষ হয়। ত্রিপুরার রেজিস্ট্রেশনযুক্ত ট্ৰাকের অগ্রভাগ সম্পূৰ্ণরূপে চিড়েচ্যাপ্টা হয়ে গেছে। প্রচণ্ড সংঘর্ষে চালক শংকর দা‌সের মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার পর অসমের রেজিস্ট্রেশনযুক্ত ট্ৰাক চালক পা‌লি‌য়ে গা ঢাকা দিয়েছে।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় ক‌রিমগঞ্জ সদর থানার পু‌লিশ। পুলিশ শংকরের মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য করিমগঞ্জ সি‌ভিল হাস‌পাতালে পাঠিয়েছে। পাশাপা‌শি দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দু‌টি নি‌জে‌দের জিম্মায় নিয়েছে পুলিশ। এদিকে পুলিশ নিহত শংকর দাসের বাড়ির ঠিকানা উদ্ধার করে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *