নয়াদিল্লি, ৯ জুন (হি. স.): রবিবার নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। আর সেই শপথগ্রহণের বিশেষ মুহূর্তে সাক্ষী থাকতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ বিশেষ ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছিল। যে তালিকায়, ভারতের নাম করা ডাক্তার, উকিল, শিল্পী এমনকি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ইনফ্লুয়েনসাররাও পেয়েছেন ডাক।
রবিবার ঘড়ি ধরে ঠিক পৌনে সাতটায় হাজির হতে দেখা গেল বলিউড বাদশা শাহরুখ খানকে। পাশাপাশি এদিন উপস্থিত হন অক্ষয় কুমার, রজনীকান্ত প্রমুখরা। এদিন দেখা যায় শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিকেও।