ভাদোহী, ৮ জুন (হি. স.) : শনিবার ট্রাকের ধাক্কায় নিহত এক পুলিশ কনস্টেবল সহ দুই ব্যক্তি। ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের নরথুয়া গ্রামে। অটোর সাথে একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। সেই মুহূর্তে অটোটিতে মোট ৬ জন ছিল বলে অনুমান। ঘটনার প্রেক্ষিতে থানার স্টেশন হাউস অফিসার শচীন্দা নন্দ পান্ডে জানিয়েছেন, এই দুর্ঘনায় ৪ জন যাত্রী আহত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২ জনের। যাদের মধ্যে একজন ট্রাফিক হেড কনস্টেবল মনীশ যাদব (৩৯) এবং অপরজন ধীরজ সরোজ নামক এক ব্যাক্তি। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মৃত ব্যাক্তিদের দেহ। ঘটনার পর পলাতক ট্রাক চালক।
2024-06-08