১২ জুন মুখ্যমন্ত্রী হিসেব শপথ নেবেন নাইডু, এনডিএ নেতারা আমন্ত্রিত

বিজয়ওয়াড়া, ৮ জুন (হি.স.) : তেলেগু দেশম পার্টি (টিডিপি)-র জাতীয় সভাপতি এন চন্দ্রবাবু নাইডু আগামী ১২ জুন সকাল ১১.২৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিজয়ওয়াড়ার নিকটবর্তী স্থানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এনডিএ-র শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রতিবেশী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।

রাজ্য বিভক্ত হওয়ার পর দ্বিতীয়বার তিনি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তেলেগু দেশম পার্টি, জনসেনা এবং বিজেপি জোট ১৭৫টির মধ্যে ১৬৪ আসনে জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *