ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরার মাস্টার্স খেলোয়াড়রা এখন গোয়ায়। আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শুক্রবার। আগামীকাল সাঁতার সহ অন্যান্য ইভেন্টের খেলা রয়েছে। রাজ্য দলের খেলোয়াড়রা মূলতঃ এবার অ্যাথলেটিকস ইভেন্টে অংশ নিচ্ছে। পদকের লক্ষ্যে রাজ্য দলের খেলোয়াড়রা আগামী ৯ জুন, রবিবার মাঠে নামছে। ১০ জুন পর্যন্ত ওপেন ন্যাশনাল মাস্টার গেম চ্যাম্পিয়নশিপ ২০২৪ আজ থেকে গোয়ায় শুরু হয়েছে। আয়োজক ওয়ান ন্যাশন, ওয়ান ফ্ল্যাগ, ওয়ান সোল স্পোর্টস এবং সর্বভারতীয় যুব ক্রীড়া ও শিক্ষা ফেডারেশন। রাজ্যের ২০ জন খেলোয়াড়ের একটি দল মঙ্গলবার রেলপথের রওয়ানা হয়ে এখন গোয়ায় অবস্থান করছে। শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানেও রাজ্য দল অংশ নিয়েছে। মাস্টার স্পোর্টস উইংয়ের পক্ষ থেকে ২০ সদস্যের এই রাজ্য দলকে জাতীয় গেমস খেলতে পাঠানো হয়েছে। রাজ্য দলের খেলোয়াড়রা হলো: দেবস্মিতা লোধ, অনুরূপা সূত্রধর, সাহানারা বেগম, রাবিয়া বেগম, রাখী সাহা, দেবী রানী দাস, রুনা আক্তার, প্রিয়া ধানুক, প্রিয়াঙ্কা দেববর্মা, আলোকদীপ মারাক, আকাশ বর্মন, সাগর দেব, আয়ুষ নমঃ, গৌতম শূর, রীতা কর। টিম ম্যানেজার – আশিস কর, কোচ – অমিয় কুমার দাস ও মৌমিতা দাস। উল্লেখ্য, রাজ্য দলের সাফল্যের বিষয়ে মাস্টার স্পোর্টস উইংয়ের সম্পাদক প্রিয় লাল সাহা সহ প্রত্যেকে ই যথেষ্ট আশাবাদী।
2024-06-07