নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): “মোদীর পাশে আছি…আমরা সবাই একসঙ্গে কাজ করব”, শুক্রবার এনডিএ সংসদীয় দলের বৈঠকে এই মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার। তিনি বলেছেন, “বিহারের সমস্ত আটকে থাকা কাজ করা হবে। এটা খুবই ভালো ব্যাপার যে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা সবাই আপনার (প্রধানমন্ত্রী মোদী) সঙ্গে একসাথে কাজ করব।”
নীতীশ কুমার আরও বলেছেন, “আপনি রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, কিন্তু আমি চেয়েছিলাম আপনি আজই শপথ নেবেন। আপনি যখনই শপথ নেবেন, আমরা আপনার সাথে থাকব… আপনার নেতৃত্বে আমরা সবাই একসঙ্গে কাজ করব।” মোদীর প্রশংসা করে নীতীশ কুমার বলেছেন, “এদিকে-ওদিকে যাঁরা এবার জিতেছে না, তাঁরা পরের বার নিশ্চয়ই হারবে। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে।”