ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সমাজ সেবামূলক দারুন এক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। আগামীকাল বিকেল সাড়ে চারটায়, আগরতলা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল রেলি। শিরোনাম এন্টি ড্রাগ রেলি। ট্যাগলাইন – নেশা মুক্ত হোন, যুক্ত হোন ফিটনেস ইন্ডাস্ট্রিতে। ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এই এন্টি ড্রাগ রেলির আয়োজন করা হয়েছে। আগামীকাল আগরতলা শহরের সিটি সেন্টারের সম্মুখ প্রান্ত থেকে শুরু হয়ে বিভিন্ন রাজপথ অতিক্রম করে রবীন্দ্রভবন প্রাঙ্গণে এসে তা শেষ হবে। রেলির ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে এসপি ড. কিরণ কুমার কে, আইপিএস, এসপি মানিক দাস, আইপিএস, সিনিয়র গাইনোকোলজিস্ট ডাঃ জে এল বৈদ্য প্রমূখ উপস্থিত থাকবেন। ভাতৃ-প্রতিম সমস্ত সংস্থার পাশাপাশি সকল এনজিও, সংগঠন এবং প্রতিষ্ঠানকে এই রেলিতে অংশ নিতে উদ্যোক্তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
2024-06-07