BRAKING NEWS

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৬ জুন: উত্তর ত্রিপুরা জেলার আন্তর্জাতিক সীমান্ত পথে  অবৈধভাবে সীমান্ত পারাপার অব্যাহত রয়েছে। তাতে আভ্যন্তরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। সীমান্ত পারাপারের সময় ১৩৯ নং বিএসএফের ব্যাটেলিয়ানের হাতে বড়ুয়াকান্দিতে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশীকে।

ঘটনার বিবরণে জানা যায়, বাংলাদেশের সিলেট থেকে ২০১৮ সালে টুরিস্ট ভিসায় দুবাই হয়ে ফ্রান্সে গিয়েছিল আজিমউদ্দিন। সে গতকাল ধর্মনগরে এসে ভারত থেকে বাংলাদেশে সীমান্ত পারাপারে যায় দালাল ইসলাম উদ্দিনকে ১৫০০ টাকা দিয়ে। কিন্তু আজিম উদ্দিন বড়ুয়াগান্দি দিয়ে সীমান্ত পারাপারের সময় বিএসএফের হাতে গ্রেপ্তার হয়ে যায় এবং তাকে বিএসএফের পক্ষ থেকে ধর্মনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিএসএফের পক্ষ থেকে ধর্মনগর থানায় আজিম উদ্দিনকে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। পুলিশ এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *