মদমত্ত অবস্থায় এমডিসির দেহরক্ষীর তান্ডব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন: মদমত্ত অবস্থায় তান্ডব চালাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হলেন এমডিসির দেহরক্ষী। ঘটনার বিবরনে জানা যায়, বীরচন্দ্র মনু ও কলসী এডিসি ভিলেজের এমডিসি সঞ্জীব রিয়াং এর দেহরক্ষী রাজিব দেবনাথ মদমত্ত অবস্থায় তান্ডব চালাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয়। জানা যায় দেহরক্ষী রাজীব দেবনাথ প্রতিনিয়ত এইভাবে মদমত্ত অবস্থায় থাকে এমনটাই অভিযোগ। 

আজকের দিনেও মদমত্ত অবস্থায় বাইক নিয়ে বীরচন্দ্র মনু বাজারে তান্ডব চালাতে গিয়ে বাজারে শনি মন্দির সংলগ্ন এলাকায় দুর্ঘটনার স্বীকার হয়।  পরবর্তীসময় স্থানীয় লোকজনেরা ঘটনাস্থল থেকে দেহরক্ষীকে জঙ্গল থেকে উঠিয়ে আনলে সে পুনরায় বাইক নিয়ে চলে যাবার পথে বীরচন্দ্রমনু জোনাল অফিস সংলগ্ন এলাকায় পুনরায় দুর্ঘটনার শিকার হয় বলে জানান স্থানীয়রা। 

নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে সজোরে ধাক্কা দেয়।  এতে করে দেহরক্ষী রাজীব দেবনাথের পা ভেঙ্গে যায় বলে জানায় স্থানীয়রা।  দুর্ঘটনাগ্রস্থ অবস্থায় তার সঙ্গে সার্ভিস রিভলবার ছিলো বলে জানা যায়।  এ নিয়ে সকলের মনে প্রশ্ন জাগছে সে কি করে ডিউটি অবস্থায় সুরাপান করে এইধরনের তান্ডব চালাচ্ছে।

আজকের দিনে দেহরক্ষীর ডিউটি না থাকলে তবে তার সাথে কেন সার্ভিস রিভলবার রাখা হয়েছে।  এই নিয়ে প্রশ্ন করছে সাধারন লোকজনেরা।  দুর্ঘটনার খবর পেয়ে মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত দেহরক্ষীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। এখন দেখার বিষয় দেহরক্ষীর এই ধরনের তান্ডবের বিরুদ্ধে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *