নয়াদিল্লি, ৪ জুন : এক ঐতিহাসিক সন্ধিক্ষনে দাঁড়িয়ে রয়েছে গোটা দেশ। দিল্লির মসনদে কে বসতে চলেছে? তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, নাকি অপ্রত্যাশিতভাবে ইন্ডি জোট ক্ষমতা দখল করবে, সমস্ত জল্পনার অবসান হতে আর মাত্র কিছুটা সময় বাকি।
লোকসভা নির্বাচনের আজ হবে গণনা। ইতিমধ্যেই গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট, গণনা কর্মীরা প্রবেশ করেছেন। সারিবদ্ধভাবে ইভিএম রাখা হয়েছে। সকাল আটটা বাজতেই ব্যালট পেপারে প্রথমে ভোটের গণনা হবে। এরপর শুরু হবে ইভিএম বন্দী জনতার রায় গুনার কাজ।
বিজেপি এবং বিরোধীরা, প্রত্যকেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। বিজেপির দাবি, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। বিজেপি আবারও দেশের শাসকের কুর্সিতে বসছে। অন্যদিকে, ইন্ডি জোট প্রত্যয়ের সুরে বলছে, কেন্দ্রে ক্ষমতার পালাবদল হবেই। ইন্ডি জোটের নেতৃত্বেই দিল্লিতে সরকার গঠন হবে।