মুর্শিদাবাদ, ৪ জুন (হি. স.) : ইন্দ্রপতন হল বহরমপুরে। হেরে গেলেন পাঁচবারের সাংসদ কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে গেলেন তিনি।
টানা পাঁচবার জিতে একরকম প্রবাদ হয়ে গিয়েছিলেন অধীর চৌধুরী। বহরমপুর মানেই অধীর। চৌধুরী সাহেবের সেই ব্যাটিং রেকর্ড কি এবার ভাঙতে পারবেন ইউসুফ পাঠান? এটাই ছিল বড় প্রশ্ন। মঙ্গলবার সেই উত্তর মিলল। ভোট গণনার আগাগোড়াই কখনও এগিয়ে গিয়েছেন অধীরবাবু। কখনও এগিয়েছেন ইউসুফ পাঠান। মাঝে মাঝে এগিয়েছেন বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল সাহা। শেষ হাসি অবশ্য হাসলেন ইউসুফ পাঠান।