অসমের লোকসভা নির্বাচনের ফলাফল : বিজেপি ৯, কংগ্রেস ৩ এবং এনডিএভুক্ত অগপ ১ আসনে এগিয়ে

গুয়াহাটি, ৪ জুন (হি.স.) : নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মঙ্গলবার সকাল আটটা থেকে গোটা দেশের সঙ্গে অসমের ১৪ আসনে ভোট গণনা শুরু হয়েছে। প্রারম্ভিক ফলাফল অনুযায়ী কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রায় চার রাউন্ড গণনার পর ফলাফলে দেখা যাচ্ছে কংগ্রেস তিনটি আসনে এগিয়ে আছে। বিজেপি নয় এবং এনডিএভুক্ত আঞ্চলিক দল অসম গণ পরিষদ (অগপ) এক আসনে এগিয়ে রয়েছে। তবে চলমান গণনায় এই সংখ্যা প্রতিটি ক্ষণে পরিবর্তন হচ্ছে।

অসমে তিন দফায় ভোট হয়েছিল। প্রধম দফায় ১৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল এবং ৭ মে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় দফার ভোট৷ রাজ্যের ১৪টি নির্বাচনী এলাকায় প্রথম ও দ্বিতীয় দফায় পাঁচটি করে এবং তৃতীয় দফায় চারটি আসনের ভোটগ্রহণ হয়েছিল৷

মোট ২,৪৩,০১,৯৬০ জন ভোটারের মধ্যে প্রথম দফায় ভোট পড়েছিল ৭৮.২৫ শতাংশ, দ্বিতীয় দফায় ৮১.১৭ শতাংশ এবং তৃতীয় দফায় ৮৫.৪৫ শতাংশ ভোট পড়েছিল৷

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ১৪টি আসনের মধ্যে নয়টি আসন পেয়েছিল। কংগ্রেস তিন এবং এআইইউডিএফ একটি আসনে জয়ী হয়েছিল। এছাড়া এনডিএ শরিক অসম গণ পরিষদ এবং বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) একটি আসনে বিজয় সাব্যস্ত করতে পারেনি।

এবার ২০১৪-এর লোকসভা নির্বাচনে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল) এবং অগপ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগদান করেছে। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি জোটে শামিল হয়েছে অসম জাতীয় পরিষদ (এজেপি)।