মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তির বিরুদ্ধে গবাদি পশুর চুরির অভিযোগে উত্তপ্ত এলাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন: মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তিকে কেন্দ্র করে লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজার এলাকায় রবিবার গভীর রাতে চাঞ্চল্য দেখা দেয়। এলাকায় দিন দিন বেড়েই চলছে গরু চুরির ঘটনা। গত এক সপ্তাহে লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকায়  দুইটি গরু চুরির ঘটনা ঘটে। যদিও প্রথম ঘটনায় গরু সীমান্ত এলাকা থেকে ফিরে পেতে সক্ষম হয় মালিক। কিন্তু শনিবার আবারও গভীর রাতে তেবারিয়া এলাকার কিশোর কুমার বৈরাগী নামে এক ব্যক্তির ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।

স্থানীয় চোরদের সাহায্যে বাংলাদেশে পাচার করে দেওয়ার অভিযোগ করেন গরুর মালিক। একাধিক গরু চুরির ঘটনার জেরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, পুলিশের ভূমিকায় গোটা এলাকায় বিরাজ করছে ক্ষোভ। এখন প্রশ্ন হলো আমাদের আশে পাশে প্রায়শই আমরা অনেক মানসিক ভারসাম্যহীন ভবঘুরেকে দেখতে পাই ।তারা কি আসলেই মানসিক ভারসাম্যহীন না চোরের দলের  ইনফরমার। কারণ একটা সময় পর এই সকল মানসিক ভারসাম্যহীন মানুষ গুলি গায়েব হয়ে যায় এবং এর পরই ঘটে বিভিন্ন চুরি কান্ড। রবিবার গভীর রাতে এমনই এক মদমত্ত ভবঘুরে ব্যক্তিকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয় বামুটিয়া কালী বাজারে। বিষয়টি পুলিশকে জানানো হলে দীর্ঘ সময় ধরে পুলিশ না আসায় স্থানীয়রা এই ব্যাক্তিকে এলাকা ছাড়া করে। এমতাবস্থায় সাধারণ জনগণের সচেতন হওয়া বিশেষ প্রয়োজন নিজেদের রোজী রুটি, ধন সম্পদ সুরক্ষিত রাখার জন্য বলে সচেতন মহলের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *